অচেনা আমি চেয়েছিলাম তোর খুব চেনা হতে
চেয়েছিলাম তোর নিভৃততোকে চিনে নিতে
চেয়েছিলাম হাত ধরে তোর আকাশে পাড়ি দিতে
চেয়েছিলাম তোর আমার স্বপ্ন মেলাতে
চেয়েছিলাম তোকে আঁকড়ে ধরে মরনকে হারাতে চেয়েছিলাম তোর একান্ত সকলকে আপন করেনিতে
চেয়েছিলাম নিঝুমকে কথায় মুখর করতে
চেয়েছিলাম বাস্তব পৃথিবীর বুকে তোর সাথে
একটুকরো রুপকথা সাজাতে
চেয়েছিলাম তোর একলা পথের সঙ্গী হতে
চেয়েছিলাম তোর সাথে সুদূরে হারিয়ে যেতে
চেয়েছিলাম তোর হৃদয়কে সুখসুরে ভরাতে
উড়োচিঠি প্রিয় পাঠালাম সাধ করে
হাজার আমিদের মেলার মাঝে
একলা আমি একলা তুই ,
বলতে পারিস “ আমরা” কোনজনমে হবে?