অবুঝ পাখি রোজ ডানা মেলে আকাশের গায়ে/
নিরাশ হয়ে নামে শেষে কঠিন মাটির 'পরে/
গোধূলির অস্তরাগ মুছে শতাব্দীর প্রাচীন আঁধারে
ক্ষুদ্র নক্ষত্রেরা মরে রোজ দিনের তীব্র তাপে
অসম্ভব আশে যে  ভালোবাসা ডাকে ভালোবাসার দুর্বল জোরে /
ভালবাসা তার হার মানে  প্রাগৈতিহাসিক যোগ্যতার কাছে/
বেচারি মূর্খ মীরার আকুলতা দাগ কাটে না ‌কঠিন কৃষ্ণ পাথরে/
হৃদয়ের পেলবতা পরাজয় মানে বাস্তবের রূঢ়তার কাছে/
রক্ত মাংসের হৃদপিন্ড হিসেব কষে দোলে
ফুলের সৌরভ ঢাকে পচা ফ্যানের গন্ধে
প্রতিষ্ঠা মাধুরী বলি দেয় লোকচক্ষুর হাঁড়ি কাঠে
প্রচলিত ধারণা ভুলে  ভোলে যে কুহকের সুরে
নির্মম নিয়তি তাঁকে  কষে চাবুক মারে
কবিতা সব মিছে জেনো, চার্বাক আমায় গেলো বলে