কবিতা

কবিতা বুঝি ছন্দ খেলা স্বপ্ন ডিঙ্গার বাসর
জীবন ছায়ার তপ্ত উনুনে কল্পলোকের আসর ।
কখনো রাতের বেদনা ধুয়ে সুখ স্বপ্নে গাঁথা
সূর্যালোকে দিব্য খেলায় বুক নিংড়ানো ব্যাথা।

ছন্দ তালে অনল জ্বেলে বরফ গলা জল
বিন্দু বিন্দু পরোতে রাখা সাগরের অতল ।
গুহা গভীর আঁধার বনে আলোর রশ্মি খোঁজা
আলোর মেলায় জোয়াল কাঁধে ধনুক বাঁকা বোঝা।

পাষাণ বুকে প্রেমের মিনার হৃদয়গ্রাহী সুরে
শুদ্ধ প্রেমের ফুলের রেণু শ্মশান বুক জুড়ে।
হাসির ঝুড়ি হৃদয় ঘুড়ী গগন চুম্বী রেখায়
শকুন ডানায় ক্লান্তি ভিজে ক্ষুদ্র বাবুই পাখায়।

গোপন কথা সিন্দুকে গাঁথা নগ্ন আঙ্গিনা পড়ে
রঙ্গমঞ্চের রম্য কাহিনী, হাজারো বিব্রত অন্তরে।
কান্না বহর অশ্রু নহর অট্ট হাসিতে ভেজা
স্বপ্নিল দ্বারে রূপকথা পাড়ে সত্য রয়েছে তাজা।

মিথ্যা কাহিনী ত্যাজ্য বাহিনী মাটি খুঁড়ে খুজে ফেরা
সত্য স্নানে আকুত প্রানে মিথ্যা বাঁধন ডেরা !
সূত্র ঠেলে অবয়ব ঢেলে সিদ্ধ শাস্ত্র পাঠ
বিচিত্র রথে দৃঢ় অকপটে বিস্তীর্ণ কবির হাট।

কবিতা মানে প্রাণের টানে ব্যাথা ব্যাথা সুখ খেলা
কবিতা মানে সূরের তানে মিষ্ট কঠিন জ্বালা ।
কবিতা বুঝি মায়ের ভাষায় কথা বলা অবিরাম
কবির আবেগে নকশী গাঁথনে অজ্ঞ্যাত পরিণাম ।