কালো বিড়াল
আমার বাড়ির সীমানায় থাকে
একটি কালো বেড়াল ।
নিষ্পাপ চোখে অগোচরে খাওয়া
সবই তো করেছে আড়াল ।
মলিন চোখে ওঁত পেতে থাকা
সুযোগের খোঁজে রয়,
আমার বাড়িতে থেকেও যেন সে
আমার কিছু নয়!
আড় চোখে খাবার খোঁজে সে
আনমনা ভাব দিয়ে,
সুযোগ পেলেই ঝাঁপ দিয়ে পরে
বাঘের মূর্তি নিয়ে।
ছলনায় ঘেঁষে কোলে উঠে পরে
আদর নেবার আশে,
আজও জানিনা বেড়ালটি আমার
কারে যে ভালোবাসে !
ভরা পেটেও, ঢেকে রাখা মাছ
মাফ চায় তার কাছে,
শয়নে স্বপনে সারা দিনভর
সুযোগের খোঁজে আছে ।
বনের পশু প্রলয় হুঙ্কারে
ক্ষিধা বুকে নিয়ে আসে,
বেড়ালটি আড়ালে তিলে তিলে খায়
আমারই পাশে বসে ।
সে যে আপন, পরিবার জন
সেইতো থাকবে ঘরে
তাঁর বেলাতে সাত খুন মাফ
স্নেহ ভরা অন্তরে ।