পরওয়ানা
পরওয়ানা জারী মানুষের খোঁজে,
মনুষ্যত্তের পাড়ায় পাড়ায়
পাপ বিলাসের নগ্ন দেহে
অশুর কায়ার জীবন ধারায়।
বসবাসের পদ্ম পাতায়
শুক্র কিটের মরন কামড়,
স্বপ্ন ভিলায় কথ্যক নৃত্তে
গুপ্ত গুহায় কাটছে যাবর।
অবশ কোমর নৃত্য প্রাতে,
ছন্দ খুঁজা বীণার তানে,
বাজে যে দামামা মানুষ খোঁজে
নেই কম্পন কুম্ভ কানে।
কোথায় মানুষ, কোথায় বিবেক,
কোথায় দরদ স্বার্থ হারা ?
কোথায় পুণ্য, কোথায় রীতি
কোথায় পাবো মানুষ পাড়া !
পশুর ভিড়ে আড়াল মানুষ
দানব রূপি সাজসজ্জা,
পশুর পালে মানুষ খুঁজে
পশুর রাজ্যে ধিক লজ্জা !
পুরাকীর্তির মুল ফটকে
সভ্যতার মানষ পটে,
মানুষ প্রাণের প্রবেশ নিষেধ
পশুর বংশ বদ্ধ জটে ।
মানুষ ভ্রূণের নিত্য খোঁজে
প্রেত পরওয়ানা হচ্ছে জারী,
মানুষ মানুষ মানুষ কোথায়
মানুষ বিহীন আহাজারি!