ভাবনা

জীবনের গল্প ঝুলে আছে অল্প
বিন্দু রক্ত ঘামে বিচিত্র খামে
অজানারে সাথে করে
কল্পনার হাত ধরে
শিশিরের ভ্যালা ঠেলে পড়ন্ত সকাল
নুতন স্বপ্ন দ্যাখার সময়ের অকাল।

অনেক স্বপ্ন ছিল অতীতের ঘরে
অজ্ঞাতে রঙ ধুয়ে অন্তিম পারে
কোমল আকুতি ভরে
কেঁদেছে মরণ জ্বরে
পেশীর পাঞ্জা যুদ্ধ ঘোষণার খাতায়
রঙ তরু মিলায়েছে নির্জীব পাতায়।

বাকি থাকা সূর কষ্ট বিধুর
খণ্ডিত প্রীতি ফিরে দ্যাখা স্মৃতি
ভুল কলির ভিড়
খুঁজে ফেরা তির
ফিরিবার পথে, পলাতক মুক্তির রন্ধ্র
উদ্বৃত্ত আগামী নির্দয় ঘোষণায় বন্ধ।

জীবনের ছোঁয়া একান্তে পোড়ার ধোঁয়া  
স্মৃতি বালু চরে আগামীর ঘরে
পূবের সোনালী ভোর
বেঁধে রাখা বাহুডোর
নিজেরে খুজে ফেরা সাঁজের বেলা
শেষের বুকে বসে শুরুর খ্যালা ।