সাক্ষী
প্রেম যদি হয় দুইয়ে মিলে,
তবে আমার টুকু
বেহায়া প্রেমহীন ভালবাসা ।
স্বপ্ন যদি হয় প্রত্যাশা,
তবে আমার টুকু
শুধুই মিছে আশা ।
কষ্ট যদি হয় প্রতিদান,
তবে আমার টুকু
পুঞ্জীভূত নির্লজ্জ প্রাপ্তি ।
আলো যদি হয় ভালবাসা,
তবে আমার টুকু
অমাবরশার চাঁদরে রাত্রি ।
সুখ যদি হয় স্বর্গীয়,
তবে আমি আজ
নরকের অটল দেহরক্ষী ।
বিশ্বাস করো দরদী আমার,
চোখ বুজে দেখেছি,
তুমিই তার সাক্ষী !