জীবন

শান্ত শীতল, ফের উত্তাল    
স্নিগ্ধ নীলাভ মায়া,
কখনো হঠাৎ মৃত্যু নহর        
কখনো জীবন ছায়া !  

কখনো প্রেমিক যুগল লয়ে
শয্যাতে প্রেম খেলায়,  
কখনো ক্ষিপ্ত দানবের মতো
ফুঁসে উঠো অবেলায় !  

কখনো ভাসাও, কখনো ডুবাও  
আক্রোশে বয়ে চলো,  
কখনো স্নিগ্ধ ঝর্ণার রুপে  
প্রকৃতির কথা বল !  

কখন মৃতের স্তব্ধ ঠোঁটে
প্রত্যাশা হয়ে আসো,
কখনো আবার নাজুক শরীরে
পরগাছা সেজে বসো !    

সৃষ্টির সব গদ্য কাহিনী
তোমাকে ঘিরেই শুরু,  
তোমার ছোবলে জীবন তিক্ত
তোমাতে বাঁচাও তরু ।

পথ হারানো নাবিক দলের
কেড়েনাও শেষ ভরসা,
প্রকৃতির বুক সবুজে সাজাতে  
ধরণীতে আনো বরষা ।

পৃথিবীর সুরা শুষে আকাশে
মেঘেতে ভাসাও ভ্যালা,  
কঠিন বরফ, প্রবাহিত নদী
রূপসী রঙ্গিন খেলা ।  

প্রেমপাপ ধুয়ে পবিত্র করো
মানব জাতীর কালিমা,  
পৃথিবীর দেহে বহমান তবু  
স্বরূপ তোমার জানিনা !