প্রতিশ্রুতি
স্মৃতির মিছিলে দাঁড়ায়ে দেখেছি
মৃত্যু ভীতির তুচ্ছ দর !
বোতলে পুরেছি সেই দানবেরে
ভেঙ্গেছি বাসর ঘর ।
বুকের শব্দে শিরার ছন্দে
খুঁজে ফিরেছি তার ছাপ,
ভাবিনি কখনো সেই বিষ সূরা
রেখে যাবে অভিশাপ!
ডর করে আজ ওগো মহারাজ
কাঁপে যে ওষ্ঠ জোড়া,
ভয় রোদ্দুরে শুকায়ে গেছে
শিক্ত ফুলের তোড়া ।
হাত কাঁপে আজ কাঁপে শীরতাজ
কেঁপে ওঠে অনুভুতি,
ভুলেগেছি আজ সকলের প্রতি
ধূপ ছড়া প্রতিশ্রুতি ।
ভুলে গেছি সেই রঙ্গ মঞ্চে
গাল ভরা কথা বলা,
ভুলে গেছি আজ যত্র তত্র
নির্ভীক পথ চলা ।
ভুলেছি প্রিয়ার কাম আবদার
একান্ত প্রেম ছোঁয়া,
ভুলে গেছি তাঁর প্রসারিত সুখ
অকাতরে ঢেলে দেওয়া ।
ভুলিনি কেবল আহত চেতনা
ফেলে আশা অভিমান,
ভুলিনি পিতার রেখে যাওয়া ছাপ
মায়ের কোলের ঘ্রাণ।