সূত্র  

যোগসূত্রের সূত্র মতে  
গাঁথন মালা সবখানে,
সব কোনেতে লাগল ছোঁয়া  
রইল ফাঁকা মাঝখানে!

ফাঁকার মাঝে বসত করে
সূত্র বিহীন আলোক পথ,
জন্ম সূত্র ছিন্ন করে  
গড়িয়ে চলে সূত্র রথ ।

সূত্র দিয়ে নকশী কাটা
ভুল সূত্রের কক্ষ পথে,  
দৃশ্য মালা সূত্র মতে  
বুনন চিত্র কায়ার সাথে।  
  
সূত্র ধরে চলছে খেলা  
সুপ্ত সূত্র বৃত্ত ঘিরে,  
জয় বিজয়ের সূত্র ধারায়
প্রাপ্তি খুঁজা জীবন নীড়ে!  

সূত্র বাঁধে সূত্র মতে
সূত্র বিহীন কারিগর,  
সূত্র মালার মূল সূত্র
তিনিই জানেন অতঃপর !