কবির কলম
অজ্ঞ কলম চলছে ধেয়ে
আঁচর কেটে সাদার পড়,
আপন মনেই ঝর্ণা ধাঁরা
আপন মনেই বাঁধছে ঘর।
আপন ছন্দে রন্ধ্রে রন্ধ্রে
কল্প লোকের সূর মধুর,
স্বার্থ ত্যাগী রঙ বিলায়ে
হৃদয় মাঝে করুন সূর।
শব্দ ঝুরি ভুঁড়ি ভুঁড়ি
নীরবতার আঁচল খাঁচে,
ব্যাক্ত কথা যায় যে বলে
কৌশলী সব নূতন ধাঁচে।
কোথাও ছন্দ কোথাও পতন
কল্প বর্ণ যুক্তি ছাড়া,
দিব্য চিত্রে বিস্বাদ ছবি
কোথাও তাঁতে জীবন ধারা।
সৃষ্টি মাঝে দৃষ্টি খুঁড়ে
অতল ভেদী সত্য পথ,
লাজ লজ্জার বক্ষ চীরে
প্রকাশ ধ্বনির বজ্র শপথ।
কালের পাতায় পালক ঘষে
মনের আলো কালে বাঁধা,
কালজয়ী সব কল্প কথা
কঠিন রূপক বুঝতে সাধা।
নষ্ট স্বাদে ঠোঁট চেপে
গোপন বাধন মুক্ত করা,
ফাঁসির কাষ্ঠে অট্ট হাসি
মৃত্যু কোঠায় বসত গড়া।
তবুও কলম স্বপ্ন দেখে
স্বপ্ন বিহীন মনের পাতায়,
পিঁপার গাঁয়ে লেহ্য সূরায়
বইছে কলম কবির পাতায়।