চক্র  


সময় তোমার চাঁপা কান্না  
শুনেছে কখনো কেউ ?
বহমান কি কারো হৃদয়ে  
তোমার ব্যাথার ঢেউ ?

তুমি যে সদা ক্ষয়ে চলেছো
তপ্ত নুড়ির পড়ে,
সে কান্না বর্ষা হোয়ে
কার হৃদয়ে ঝরে ?

তোমার মত নিপীড়ন সয়ে
কেইবা যোগায় গতি !
কে নিয়েছে তোমার মত
পৌঁছে দেবার ব্রতী !

স্বার্থ ছাড়া মূল্য হারা
নষ্ট সাজে তুমি,  
যোগাও মূল্য রত্ন তুল্য  
স্বপ্ন চারণ ভূমি ।

পথের সাথে তোমার প্রেম
জন্ম জীবন ভর,
তবুও তুমি অন্য কেউ  
তবুও তুমি পর !