প্রেম গণিত  


এ কেমন গণিত গনক  
গুণন আছে নেই বিভক্তি !
কেবল আছে যোগের হিসাব,
বিয়োগ মাঝেই সব বিপত্তি !

ভাগের নিকতি ভাগ্য মাপে
যোগ বিয়োগের ভাঁজে ভাঁজে,  
তোমার ভাগে গুণন যোগে  
বিয়োগ বাড়ে ধাপে ধাপে !

তোমার আমার মিলন যোগে
ভাগের খেলা গুণন খাতায়,  
বিচ্ছেদের বিয়োগ মাপক
গুণন কাটে যোগের পাতায়।

সঙ্গ ফলক গুণন হোয়ে
যোগের হিসাব বেড়েই চলে !
তোমার স্মৃতির বিয়োগ নেই    
পউনপনিক ফলাফলে !