অজানা কবিতা
শুরুতে ছিলোনা শেষের কবিতা গহিন পান্থ পথে ,
রঙধনু চোখে কাল পেড়িয়ে শেষের কবিতা পড়া l
শেষের শুরুতে কবির পংতি সনেটের সূরে গাঁথা,
কবিতা বুঝি আগামীর গান কিমবা পিছনের বাঁধা ছড়া !
রুদ্ধ যে ফিরে যাওয়া, এক মুখো বওয়া হাওয়া,
গভীর আঁধারে এ যেন কল্প, বেসুরের গান গাওয়া।
কষ্টে কাটানো রাত্রি গুচ্ছ বাস্প ধাবিত আলোক,
পাঁজরে বাঁধা পরগাছা রাশি আটকে ধরেছে পলক।
প্রেম, কাম আর খেলাঘর জুড়ে, ঘুনের যৌন বাসর
সুড়ঙ্গ চোঙ্গা রুদ্ধ করে পরগাছা বাঁধে আসর।
প্রান প্রিয় সব সাজসজ্জা লাজে ফিরেযায় ঘরে,
সুখ ছবি আর কান্নার সূর, অক্ষয় অন্তরে।
ইতি গাঁথা সব খচিত লিপি হামাগুড়ি কাটে সুপ্ত ভীতির পরে,
কবিতা ছন্দ ঝাপসা শিশিরে চিত্রালি খেলাঘরে।
শুরর কবিতা শেষের ছড়া সনেটে সনেটে খচিত
সামনে আজানা পেছনে বেদনা, স্রষ্টা ছন্দে রচিত ।