অজগরের কান্না
হৃদয় বৃন্দা বন
খুঁজে ফেরা প্রিয় জন!
তরু সারি রাশি রাশি
বিদ্রুপ ভেজা হাসি,
গোছানো সংসারে
সে যেন বারে বারে
ফিরে আসে কাম দারে!
ক্ষুধার্ত নিঃশ্বাস
প্রতারিত বিশ্বাস,
গ্রাশকামি অজগর
চোখ কাঁপে থর থর।
কম্পিত ভাবনা,
আবেশিও যাতনা
হৃদয় খুঁড়ে খুঁড়ে
পাঁজরের পাড় ধরে
বুকে চেপে আসে!
ভাঁজে ভাঁজে দাঁত সারি
খাপে ভরা তরবারি
ছলনার খামে পুরে
নিষ্পাপ ছলে বলে
টানে পরবাসে।
মায়া ভরা কান্না,
আকুতির বন্যা
লুকোচুরি দিন ভর,
ওঁত পাতা অজগর।
ক্ষণে ক্ষণে অনুভুত
সংজতি পরাভূত
কৌশলী কিরণের বাণ ।
পরজীবী অন্তরে
অজ্ঞাত প্রান্তরে
খুঁজে ফেরা চুম্বকের টান।
কামনার রথ ধেয়ে
ঔষধির গান গেয়ে
এক মুখো পথ বেয়ে,
যায় দেহে দুর্বল প্রান।