আমি
জেগে একা রাতে
সৃতি গুল সাথে,
একা একা পথ চলা
নির্বাক কাথা বলা ।
লাজ হীন ললুপনা
দরপনে প্রনদনা,
ফিরে দ্যাখা গতকাল,
বাস্ততার বেড়াজাল ।
সবকিছু এলোমেলো,
মেঘে মেঘে ছেয়ে গেল
রাত রাত আরও রাত,
খুঁজে ফিরি সেই হাত
খুঁজে ফিরি আপনারে,
আপনার দারে দারে ।
তবুও নিখোঁজ আমি
দৈনিকের পাতায়,
ক্লান্তির লেশ নেই
প্রচেষ্টার খাতায়।
সব টুকু লুকোচুরি
চাহিদায় তরিঘড়ি,
খুঁজে ফেরা অজানারে
অজানার মাঝে,
আবার নুতন আমি
প্রভাতের সাজে।
ফের, সেই রাত
পিশাচীও হাত,
ক্লান্ত পলকের কান্না
হৃদয়ের বাধহীন বন্যা ।
আবারও দৈনিকের পাতায়,
প্রত্তহ প্রচেষ্টার খাতায়
মুদ্দ্রিত প্রশান্তিকামি,
শুধু রাত টুকু আমার,
রাত মানেই আমি।