প্রেম কীট
কৈশোর পেড়িয়ে পা
যৌবনে ছুঁয়ে গা
পৌরুষে ঠাঁসা পিঠ,
আন্ধ গোলকে বাঙ্গাচির মত
দাপাদাপি করে কীট ।
চাই তার স্বাধীনতা
একান্ত নীরবতা
গুপ্ত মিলন মেলায়,
সুড়ঙ্গ খুঁড়ে, গিরি পথ ধরে
সৃষ্টি সৃষ্টি খেলায় ।
গোল্লা ছুটের খেলা
সকাল সন্ধ্যা বেলা
ক্ষুধার মিছিল বয়ে,
পেশী নিংড়ানো নির্জাস গুলে
পশুত্ব ফেলে ধুয়ে ।
কে কার আগে যায়
কোন পথে পৌঁছায়
একটি প্রবেশ বিন্দু,
লক্ষ পাত্র পানি প্রার্থনায়
একে রচিবে সিন্ধু ।
বাকি সব হারায় দূতি
স্বেচ্ছা আত্মাহুতি
ফোঁটায় জীবন পদ্ম,
সৃষ্টি যজ্ঞ শিল্প কর্মে
কীট রাশি অনিবদ্ধ ।