সুনামি
উন্মুক্ত দেহ, কাছে নেই কেহ
নিথর অনুভুতি্র বারিত আঁখি,
স্বপ্নিল তৃপ্তির অবাক্ত প্রনদনা
খোজে প্রেম রাশি ।
খুঁজে ফেরা আজানারে
ধুপ, ধূপ কল্পনায়।
দেহখানি নিথর,
চাহিদায় কাতর ।
রক্তের গতি পথে
স্রোতের প্রলয় খেলা,
কামনার বিজয় মেলা,
মস্তিষ্কে হরতাল,
ভাবনায় মরীচিকা
সবটুকু একা একা ।
চাহিদায় লাল কালি
নেই কোন হাত তালি
দয়া গ্রাহ্য নয়,
সব নিতে ভয় হয়,
থেকে থেকে কম্পন
ঘন গাঁড় প্রশ্বাস,
অবুঝ আসশাস,
অধরের ঝড় তো্লা,
চিবুকের বুক জ্বালা
চাবি পাবে একখানি
প্রকোষ্ঠে বিকল তালা।
নিতম্বের গভীরে,
কোষ রাশির মাথায়
সব খানে সুনামি
কে আছো হেথায় ?