উপদেশ
বন্ধু দুজন ক্ষিপ্ত হইয়া
আঁচড় কাটিল গায়,
শুভ্র মুখে আঘাত করিল
ক্ষত করিলো পায়।
কাঁদিয়া উঠিল হৃদয় তাঁদের
কষ্ট জমিল মনে।
বুকফাটা ব্যাথা ব্যাক্ত করিলো
একাকী গহীন বনে।
চাহিয়া দেখিল বনের পশু
একত্রে গান গায়,
তাদের প্রেম দেখিয়া তারা
পুনরায় ফিরি যায়।
দেখিল সেথা, দাঁড়াইয়া দুজনই
সেথায় নাইকো কেহ,
সম্পর্ক ছেদে ব্যাথিত তাহারা
নগ্ন তাদের দেহ।
বাকি বন্ধুরা ছুটিয়া আসিল
করতালি দিলো সবে,
উলঙ্গ শরীরে কাপড় জুটিল
লজ্জা নিবারণ হবে ?
তাহারা কহিল, ভাবিয়া দ্যাখো
বন্ধুর মূল্য কত !
বৃদ্ধ বয়সে একাকী পথে
আপন জনের মত ।
সকলে তোমরা টানিয়া কাছে
বন্ধুকে লও বুকে,
তপ্ত পথ মাড়ায়ে এভাবে
কাটাও শান্তি সুখে।