ত্রিলোকের তিল তিল সুন্দর বস্তু থেকে
ব্রহ্মা সৃজিল তোমায়- হে তিলোত্তমা।
স্বরূপ মোহে নিজেকে দেবী ভাবলেও
তুমি আসলে স্বর্গবেশ্যা-
তাই- পুরুষকে কামপীড়িত করাই তোমার ধর্ম
তোমার জন্মের সার্থকতা।।
দেবকুলের দ্বারে দ্বারে তুমি নবরূপে হাজির হয়ে
যৌনতার উন্মাদ খেলায় সবাইকে মাতিয়ে রাখবে-
তোমার সুকোমল শরীরখানা বিকিয়ে দেবে
তাদের হাতে-মুখে-ঠোঁটে
ইহাই তোমার কর্ম
পিতার আদেশ বলে কথা!
তাই তোমার দেবী হওয়ার স্বপ্ন বৃথা
চতুর ব্রহ্মার আদেশে তুমি উত্থিত করেছ শিবের শিশ্ন।
সে কারণে আজও স্ফুলিঙ্গ শিবলিঙ্গে দুধ ঢালে নারীরা
কিন্তু তাতেও নিবৃত্ত হয় না যোগীশ্বরের কামাগ্নি-
তাই- নারীদের বারবার ধর্ষণ করেন ধূর্জটি
কুমারী নারীরা হয়ে পড়ে গর্ভবতী
সতিচ্ছেদ ঘটে বিয়ের আগেই-
তাই- হে তিলোত্তমা
তুমি চির পাপিষ্ঠা
নারী নামের কলঙ্ক!
০২-১০-১৫/ ঢাকা