শান্তি চাই, শান্তি। আর কোনো কষ্ট নয়, দুঃখ নয়, অসুখ নয়। শুধু শান্তি চাই, শান্তি। কে দিতে পারবে আমায়, বল? আছ কোনো রাজা কিংবা মন্ত্রি? মনের শান্তি চাই, শরীরের। অর্থের শান্তি চাই, সংসারের। মানুষের শান্তি চাই, দেশের। যদি তা না দিতে পার, তবে সিংহাসন ছাড়।
শান্তি চাই, শান্তি। আর কোনো কষ্ট নয়, দুঃখ নয়, অসুখ নয়। শুধু শান্তি চাই, শান্তি। কেউ আমাকে শান্তির হাঁটের সন্ধান দিতে পারবে? যত যা লাগুক, কিনে নেবো। তবু আর এ দুঃখ চাই না। মন বড় অশান্ত, শরীর ভারাক্রান্ত। মানুষে মানুষে সংঘর্ষ, দেশজুড়ে হাহাকার। তাই আমি শান্তির সন্ধানে ছুটে চলছি।
শান্তি চাই, শান্তি। আর কোনো কষ্ট নয়, দুঃখ নয়, অসুখ নয়। শুধু শান্তি চাই, শান্তি। প্রযুক্তিনির্ভর এ যুগে শান্তির বড় অভাব। সুস্থ-স্বাভাবিক ও দুশ্চিন্তাহীন জীবন আজ অনিবার্য হয়ে পড়েছে। তাই আমি শান্তি খুঁজে চলছি। কোথায় পাব, বল? তাহলে কী মৃত্যুই হচ্ছে শান্তির সত্যিকার পথ!