ইঁদুর মানুষের শত্রু
কথাটা কতটুকু সত্য?
তাহলে আমরা কী মানুষ নই?
জিজ্ঞাসা এক ধান কুড়ানি মেয়ের-
হ্যাঁ, আমরা মানুষ নই-
আমাদের ঘর নেই, জমি নেই
খাওয়া-পরার অধিকার নেই
আশা-বাঁচার স্বপ্ন নেই
বলুন, তবে ক্যামনে মানুষ?
রাষ্ট্র, আমাদের কী দেবে? কী দিয়েছে?
এত বড় দেশ, এত এত জমি
এত এত খাবার, এত টাকা-কড়ি
কী পেয়েছি মোরা?
হ্যাঁ, পেয়েছি শুধু পরিচয়পত্র
তা ধুয়ে কি জল খাব?
বলুন, সবে!
আমি আবার বলছি- শুনুন, ধানক্ষেতে বিষ দেওয়া যাবে না
পাতা যাবে না ফাঁদ
ইঁদুর আপনাদের শত্রু হতে পারে; কিন্তু আমাদের বন্ধু বটে
তাই কথার অন্যথা হলে, আমরা সত্যিকারের ‘অমানুষ’ হয়ে উঠব।