তোমার খোঁজ রাখা এখন পুরোপুরি বন্ধ।
শহরের কোলাহল থেকে আজ আমি মুক্ত।
কিন্তু তোমায় না পাবার নেশা,
তোমার স্পর্শ এখন আর কিছুই মনে করতে ইচ্ছে করেনা!
নতুন চাকরির জীবন নিজের মতো করে চলে যাচ্ছে।
আমি এখন এই শহরে মুখোশের আড়ালে মুখ লোকাতে শিখে গেছি,
আমিও বেঈমান হতে শিখেছি,
সকালের ভালোবাসাকে রাতের অন্ধকারে মারতে শিখে গেছি।
শুধু যেটা শিখতে পারলাম না সেটা হলো,
তোমার মুখটা ভুলে থাকতে...
অন্য পুরুষ মানুষের মধ্যেও তোমার মুখটাই বার বার মনে পরে।
ভুলে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,
কিন্তু তোমার স্মৃতি আর মায়া দুটোই তোমায় ভুলতে দিচ্ছেনা।
অন্য শহররের আনাচে কানাচে মাঝে মাঝে বেজে উঠছে,
"না রাখা কিছু কথা,
সময়েরই ঝরা পাতা,
দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে।"