তোমার খোঁজ রাখার অনুমতি তুমি দাওনি!
তাও তোমার খোঁজ নিতে ইচ্ছে করে,
ফিরে তাকাতে ইচ্ছে করে পিছনের দিকে।
সেদিন যখন প্রিয় শহর ছেড়ে চলে এলাম
তোমার স্মৃতি গুলোকে ফেলে আসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না!
সেই স্মৃতি গুলো নিয়ে আজ আমি অন্য শহরে।
এখানে মন খারাপ মানে এককামরার ঘর।
না আছে বলার মতো লোক,
না আছে শোনার মতো কোনো কাছের মানুষ।
সম্পর্ক ভেঙেছি কিন্তু স্মৃতি না...

অল্প বিস্তর এখনো তোমার খোঁজনি,
তুমি আমায় ব্লক করেছো সোশ্যাল মিডিয়াতে।
জানি, আর দেখতে চাওনা আমার মুখ।
"আমি না কি তোমার জীবন নষ্ট করেছি"
এটা তোমারই বলা কথা।
তাই আর বিরক্ত করতে চাইনি তোমায়।
তাই ছেড়েছি প্রিয় শহর।
এখন আমি অন্য শহরে নিজের মতো একাই খুব ভালো আছি।
কোনো অভিযোগ আজ নেই আমার তোমার প্রতি,
আমার আছে শুধু কৌতূহল।
যদি আবার কোনোদিন মুখোমুখি দেখা হয় দুজনের
সেদিন ও কি ফতোয়া জারি করে রাখবে কথা না বলার!