এইতো কিছুদিন আগে
করোনা চলে এলো,
লকডাউনে মধ্যবিত্তদেরকে
নিঃস্ব করে দিয়ে গেল।
কামাই রোজগার বন্ধ ছিল
খেতে পারেনি ভাত,
লোকলজ্জায় কারো কাছে
পাততে পারেননি হাত।
ত্রাণের পর ত্রাণ আসে
পাননি তারা কিছু,
নামধারী সব অমানুষেরা
ছাড়েনা ত্রাণের পিছু।
ত্রাণ ভক্ষণ করে তোমরা
বাধ্য করেছো তাদের নিতে ঋণ,
প্রভু তোমার বিচার করবে
ধরা পড়বে যেদিন।
(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)