চাঁদের আলোয় গুমড়ে ওঠে নিঃসঙ্গ রাত,
বুকের গহীনে জমে ঘৃণার শত প্রপাত।
দুর্বিষহ দিনগুলি, আগুনে ঝলসানো প্রাণ,
পৃথিবীর কোলাহলে তবু আমি নিঃস্ব এক খান।
নীরবতার ফাঁদে বন্দি, তবু বাঁচি অভিমান।