মন খুলে দেখি আমার সুপ্ত প্রকৃতি,
কেন করে এত নীচ দুর্নীতি?
সবার কাছে নিজেকে মন্দ করে প্রদর্শন,
কিন্তু সত্যি তার হয় কি প্রশংসন?
স্বভাব পরিবর্তন কর কৃত্য উন্মুক্ত হতে,
কেন করে করো নির্বাচন তোমার অবিচল সম্পদে?
প্রজন্মের পরিমাণ কম করো হেলালে বিচিত্র ভাবে,
কেন করে করো প্রতারণা কারো প্রতি অসাধারণ উদ্দেশ্যে?
দুর্নীতির মাথা হতে নিচে নেমে আসো,
সঠিক পথ হতে তোমার অবদান জানাও,
কাল যথেষ্ট দূর নয়, কবে তোমার বিনাশ হবে,
দুর্নীতি ছাড়া করে সেই অনুভূতি প্রতিদিন বাড়বে।