চাঁদের বুকে জ্বলসানো হাত। কালের দহন।
তবুও শিশির নামে। উন্মুক্ত শৈল প্রপাত। দেহ পেলে দেহ, মন পেলে মন।
আগলের ঝাপ তুলে ফুলেরা যুক্ত হয় জ্যোৎস্না মন্থন উৎসবে। অধরা পবন।
তখন এক মুহূর্তের জন্য হৃদয় উষ্ণ হয়ে উঠে-
ইচ্ছে গুলো স্বপ্নের মতন ডানা মেলে। চিত্তে মায়া লুটে...। বাস্তবে জীর্ণ প্রান্তর ।
ধুলোর তাণ্ডবে বিধ্বস্ত । রুক্ষ্ণ স্বর। অন্ধকার লেপটে রয় তামাক পোড়া ঠোঁটে।
এভাবে রোজ গিলি তেঁতো রুটি। আধ ভুক ঘুমাই। ...