কোন এক প্রত্যুষের কৃচ্ছতা ভেঙ্গে শিশির ফোটাবে সেদ্ধ ভাত।দুগ্ধ পুষ্যা বাছুর
ঝিমাবে স্ফীত ওলানের তলে। থমকে যাবে ভোরের হুড়মুড়- ব্যতিব্যস্ত পক্ষীকুল;
গা ডাকা দেবে অগন্তি ঘাস ফড়িং- দস্যি শঙ্খচূড়
মহীয়সী বৃক্ষের জঠরে ফোটা ফোটা রক্তস্রাব, উষ্ণতার খুঁজে শীতল কান্না
হাতড়ে বেড়াবে শারদ মেঘের ভাঁজে...
সারি সারি তীর্থ যাত্রী –পথের বাঁকে , গঙ্গাস্নানে... সূর্য-প্রণামের উত্তর খোঁজে।
১৫/১০/১৭