কি অদ্ভুত শূন্যতা সমুদ্রের! বুকের গভীরে
চাপা দীর্ঘশ্বাস সমূহের বিক্ষিপ্ত হতাশায় কুরে কুরে
সৃষ্টি করে প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস!
রুধিরাক্ষে জমানো কান্নায় ভারী হয়ে আসে গোধূলির আকাশ
নির্মমতার বিভীষিকায় বধির সন্ধ্যা ছুঁয়ে থাকে মুমুর্ষু সন্ত্রাস!
অক্লান্ত ঢেউর অনবরত আঁচড়ে পড়া বিদীর্ণ সৈকত
নিতান্তই অপরায়ক বেঁচে থাকা বিষণ্ণ জ্যোৎস্নার নীল
পাশে নেই কেউ, দীঘল অরণ্য ক্রোড়ে নিখিল নীরবতা
কবিতার মর্মরে শব্দের শূন্যতা; দুমড়ে মুচড়ে শ্লীলতা
কেড়ে নেয় সদ্যপ্রাপ্ত যুবতীর !
অনন্তের পাণে চেয়ে থাকে সহস্র মানবিক চোখ
যদিও জানে ক্ষতি পূরণ-পূরণ করেনা অনির্ণীত শোক।
–দাউদুল ইসলাম