লজ্জা লাগে ।। দা উ দু ল  ই স লা ম

চৌহদ্দির ভেতর
পর্দার আড়ালে হাত পা গুটিয়ে বসে থাকি
কদম বাড়ালেই হোঁচট পদে পদে।
হন্য ব্যস্ত জনপদ, মোড়ে মোড়ে পদকের বাহার, আহ্লাদী হাসি
ফুটপাতের সস্তা খাবার!... চেনা- অচেনা মানুষের ভিড়...
ম্যারাথন কথোপকথন, বাক বিতণ্ডা, কৌসুলি সমর্থন, আস্থা অনাস্থা
শুভেচ্ছা, অভিনন্দন...
কত কি ব্যবস্থা-
সন্ধ্যার ফেরিওয়ালা কে ঘিরে তেলে ভাজা পাকোড়া আর মচমচে পিয়াজুর
জমজমাট নাস্তা! আরেকটু নিন... এটা তাজা ঘি, পাস্তা... এর অনেক গুণ!
রাস্তার ওপারে ফাইভ স্টারে
দিন দিন কোলাহল বাড়ে মার্সেডিস, বিএমডব্লিও, টয়োটা কা’রে! জি হুজুর-
আসুন- বসুন-- মখমলের কোলে , আলো ছায়ায়, শতরঙি কথার ছলে।...
ধিঙ্গি তালে বাহারি ঢঙে নিতি নৃত্যে, জমকালো আমোদে...

অন্তরে শাঁইজির গান।
এই রঙ্গশালা হতে অনেক দূরে- একাকীত্বের তৃষিত ধ্যান।
অদ্ভুত অস্বস্তিতে পড়া ডাহুকের মতন থেকে থেকে উঁকি দিই গোপনে-
নির্মলা পথের সন্ধানে, নির্জন বাগে...
শুনি, সদ্য প্রসূত ক’টা ব্যাঙের লাফালাফিতে শুনি পদ পদকের ঝনঝনানি,
করাল নখের আগ্রাসন! নির্লিপ্ত চোখে দেখে যাই
অপাদমস্তক বিপদে ডুবে থাকা শিল্পের অকাল মরণ! লজ্জা লাগে!...

১৮.১২.১৭