একদিন একান্ত গোপনে
ঝিনুকের বুকে ঢুকে গেছিলাম বৃষ্টি গমনে,
ফুটন্ত জলের মত টগবগে বৃষ্টি-
উষ্ণ কাদাজল মেনে মেখে
হাডুডুর বোলে
এক ফলকে ঢুকে গেছি ঝিনুকের অন্দরে...
অভ্যন্তরে মুক্তোর সিংহাসন
সুধা জলের থৈ থৈ
মৃণ্ময়ী ঘ্রাণ- ভীষণ আকর্ষণ...
কবিতার মতন মসৃণ শয্যা, অমিয় চিত্র
বৃষ্টির পরীরা বেশ যতন করে সাজিয়ে রাখে মদিরা পাত্র!
চরম বর্ষণে যে ঢেউ খেলা করে উঠোনে
কেউ জানেনা-
ওখানেও উতলা হয় গুপ্ত ধন- মুখর চুম্বনে!
রোদ্দুর তাপ প্রখর হলে চটপট করে তৃষ্ণায়,
রাত্রি গভীর হলে কৃষ্ণসার বুক মরিয়া হয়ে উঠে আলোর প্রত্যাশায়...
আমি সেই অন্ধকারে হামাগুড়ি দিই... অস্থির হই... মুক্তি চাই...
দুর্বিষহ হয়ে উঠে চারপাশ... আম বেরুতে চাই... পারি না
নড়তে পারিনা
বলতে পারিনা
লিখতে পারিনা
আড়ষ্ট জড়বস্তুর মতন দিনকে দিন বেড়ে চলে অক্ষমতা
নিরস
নির্জলা ধুস্তুর কাল...
শুনি, রুক্ষ প্রান্তর ধ্বনি ...বেরুতে পারি না!
নির্দয় ক্রমক্ষয়
অপেক্ষা...