১।
আমাকে যে হাসতে শিখিয়ে ছিল- তিনি নিজের হাসি ভুলে, হয়েছিলেন নির্বিকার
আমি দ্বিতীয় বার চোখ তুলে তাকাতে পারিনি-
কেবল জেনে ছিলাম- হাসির অধিকার হারিয়ে গেলে সখ্য গড়ে দুরারোগ্য বিমার!...


২।
দৃঢ় প্রেম বলতে কিছুই নেই। সময়ের সদ ব্যবহার, আর মোক্ষম কিছু রূপকল্প চিত্রায়ন হলেই
ভালবাসা ভর করে আমাদের সংসারে...


৩।
হাসির জন্য এখনো কারো ফাঁসি হবার কথা জানা যায় নি। অথচ প্রতিটি হাসি কাউকে না কাউকে
খুন করছে!...


৪।
খোয়াবনামা ভুল হলে শয়তানের গাড়ে বোঝা বাড়ে। ভাঙ্গা মন দুর্গম রাতের পাঁজরে শয্যা পাতে।
অন্তরে তীব্র ক্ষোভ! না ঘুম। না স্বপন!
থইথই অন্ধকারে নগ্নতার নির্মম উত্থান –পতন। অর্থহীন উচ্চারণ। দুর্মর যৌথ স্বর...
গুপ্ত বরিষণ সলিল প্রপাতে... স্রোতে ভেসে যাওয়ার নাম করে আমরা আসলে-
অনুসরণ করি শয়তানের পদাঙ্ক!