রক্তের প্লাবন শেষ হলে
উঠে মরুঝড়
রুদ্ধশ্বাস-
বালিয়াড়িতে জোছনা নিবেদন
তামাটে স্বর,
নিরক্ষর চাঁদ, দস্তানা বন্দি হাত-
কবিতার তৃষ্ণা মরে গেলে
হানা দেয় রাত্রির গোপন আস্তানায়!
... বহুকাল আগে
কোন রাগ বিচ্যুত তীর-
উল্কি এঁকে গেছে প্রস্থর সিনায়,
যা থেকে-
উর্ণনাভ শিখলো সঙ্গমসূত্র!
সোহাগের জাল বুনে বুনে...
নিরন্তর প্রার্থনায়- বাল্মীকি রোদনে।
এছাড়া বাকী সব মরুময়, মৃত্যুহীন...
অদম্য যুদ্ধ!
রক্তের ফোঁটায়...
বীর্যের ধারায়...
চূড়ান্ত শিখরে- উজাড় অসহ্যে ধু ধু
ক্ষুধার্তের পাঁজরে ঘানি টানা ঘামের জোয়ার!...
দাউদুল ইসলাম
১১/১০/১৭