মনটা রেখে ফুলের মাঝে,
হারিয়ে যেও সুবাসে তার;
ওরা কানের কাছে বলবে এসে,
দুঃখ তোমার রইলো না আর!
মুখটা রেখে ফুলের কোলে,
অঙ্গে তে নাও গন্ধ ঢেলে;
ভালোবাসার মনটা নিয়ে,
ওদের সাথে যাও জড়িয়ে!
কতকিছু বলবে তোমায়,
অনায়াসেই কাটবে সময়;
রাখবে তোমায় আদর করে,
মনটা দেবে গন্ধে ভরে!
তোমার সাথে ঘুল মিলিয়ে,
হাসবে তারাও খিলখিলিয়ে;
দেখবে তোমার দিনটি কেমন,
উঠছে যেন ঝলমলিয়ে!
বড়ো অল্প সময় থাকবে ওরা,
তারই মাঝে দেখবে সবায়;
দেখলে তাদের হৃদয় দিয়ে,
দেখবে তোমার প্রাণটি জুড়ায়!
ভিন্ন ফুলের ভিন্ন রঙে,
মনটা তুমি নাও রাঙিয়ে;
সেই রঙেতেই জীবন গড়ে,
সুবাস টুকু দাও মিলিয়ে!
ফুলের মতোই জীবন গড়ো,
তোমার থেকেও আসবে সুবাস;
তুমিই হবে নতুন দিনের,
জীবন গড়ার পুণ্য প্রকাশ!