মানুষ এখন একলা বড়ো,
ফোনটা হয়েছে সাথী;
থাকগে পাশে ঘরের মানুষ,
ফোনেই রইছে মাতি!
হয় কথা বলো,নয় করো খেলা,
ফোনটাকে দরকার,
ফোনটা যেন মানুষের আজ,
জীবনের তরী পার!
পাশে রয় লোক,হয় না কথা,
ফোনে হলে কথা হয়;
ধৈর্য্য,সহবৎ,সব কিছু যেন,
ফোনেতেই ধরা রয়!
ব্যবহার ফলে টাচফোন গুলো,
মন আজ টাচমন,
একটু কথায় বিরক্তি দেখায়,
যদি রয় বিনা ফোন!
ফোনেই যেন সহজ সবাই,
সামনাসামনি নয়,
বিজ্ঞানে আজ পাচ্ছি যে সব,
মানুষ একলা হয়!