ভালোবাসা কী শুধু আঁকড়ে ধরে
একে অপরকে চাওয়া!
না কি হোক বা কতোই দূরে
তারই মাঝে খুঁজে পাওয়া!
ভালোবাসা কী নিজের চাহিদা
পূরণ করারই যন্ত্র!
নাকি সকলের ইচ্ছা পূরণে
খুশি হবারই মন্ত্র!
ভালোবাসা কী কথোপকথন
শুধু নিজেদের মাঝে
না সে ভালোবাসা যাবে ছড়িয়ে
সমাজ গড়ারও কাজে!
ভালোবাসা কী ক্ষণ মিলিয়ে
নিজেরাই বেঁচে থাকা
নাকি তার রঙে ছবি হয়ে রবে
সকলের মনে আঁকা!
ভালোবাসা কী মন দিয়ে শুধু
নিজ পরিবার গড়া
নাকি দুটি মন,হয়ে উদাহরণ
ভরবে প্রেমের ঘড়া!
স্বার্থ হবে না ভালোবাসায় আর
রবে যে অগাধ বিশ্বাস,
হিংসা,অহম থাকলে দূরে
ভালোবাসায় পড়ে নিঃশ্বাস!
ভালোবাসায় এক অনুভব থাকে
থাকে যে গভীর টান,
দূরত্ব পারে না বাড়াতে দূরী
যদি থাকে সেথা প্রাণ!!