বটবৃক্ষ সাজলো নতুন
   সবুজ পাতায় ভরলো আবার,
     কী হারিয়ে কী পেলো সে
     বটবৃক্ষের নেই কো ভাবার।

         বটবৃক্ষ এতেই খুশী
       ক্লান্ত প্রাণী বসবে সেথায়,
         শীতল হবে ক্লান্ত দেহ
        বটবৃক্ষের আপন ছায়ায়।

        মানুষ কেন হয় না এমন
        কিছুতেই যে হয়‌ না খুশী,
      যতই না  পাক,উপছে পড়ুক
       চাই শুধু,আরও একটু বেশী।

         বন্য প্রাণী হিংস্র হলেও
       মিটলে খিদে, ছাড়বে শিকার,
        মানুষের যে পেট শুধু নয়
        খিদে যে রয় মন চাহিদার।

         লোভ,হিংসা,মনটা জুড়ে
         খাচ্ছে তাদের কুঁড়ে,কুঁড়ে;
         ভালোবাসার ইচ্ছেগুলো
       ‌   সবটা যেন যাচ্ছে পুড়ে।

         মনুষ্যত্বের জ্বলছে চিতা
         দেখছি সবাই নীরব হয়ে,
         অমানবিকতা হাসছে শুধু
          পশু লুকায় লজ্জা পেয়ে।

‌            বটবৃক্ষ নিথর হয়ে
       দাঁড়িয়ে আছে সেই অপেক্ষায়,
          ক্লান্ত হয়ে অমানবিকতা
       বসবে কী আর তারই ছায়ায়???