খুঁজবো কী গো সত্যি শুধুই
থাক না একটু মিথ্যে মেশা,
সত্যি যেমন শক্তি জোগায়
মিথ্যে জোগায় বাঁচার নেশা।
অনেক সময় সত্যি গুলো
জীবন টা কে হতাশ করে,
আবার কিছু মিথ্যা এমন
হতাশ মনেও আশা ভরে।
কতো সত্যি বললে যেমন
সম্পর্কের ভাঙন ধরে,
উহ্য রেখে সেই সত্যিই
সহজ করে জীবন গড়ে।
কতো মিথ্যাই সত্যি হয়ে
খেলছে খেলা জীবন ভরে,
হারিয়ে গেছে কতো সত্যিই
মিথ্যা হাওয়ার ঘূর্ণিঝড়ে।
সত্যি শুধুই প্রাণটি মোদের
সত্যি মিথ্যা জীবন ঘিরে,
কোনটা কখন হয় যে প্রিয়
ক্ষণ গুলি তার বিচার করে।
বেঁচে থাকো সত্যি তুমি
বাঁচুক মিথ্যা পাশাপাশি,
জীবন ধারায় মিলে মিশে রও
হোয়ো না শুধু ছদ্মবেশী!!!