বুকে করে যারে করেছো মানুষ,
আজ সে হয়েছে বড়ো;
আজ তুমি দূরে, চারিপাশে তার,
বন্ধুরা হয়েছে জড়ো!
নিজ বিশ্বাসে দিয়েছো শিক্ষা,
বুকে নিয়ে বহু আশা;
চাওনি কিছুই,'মা' তুমি তাই,
চেয়েছিলে ভালোবাসা!
হয়তো চেয়েছো একটু সময়,
একটুু ধৈর্য্য, তোমারে বুঝিবারে,
না যদি পাও,হোয়ো না দূখী,
নির্মম এ সংসারে!
জানি তুমি' মা' দিয়ে তব প্রাণ,
গড়েছিলে এ পরিবার,
আজ তুমি একা,ব্যস্ত সবাই,
এরই নাম সংসার!