চাঁদের কাছে এসেছি বলে,
চেঁচিয়ে মা'কে বলতে গিয়ে;
মা'কে দেখি চাঁদের সাথেই,
হাসছে তারা খিলখিলিয়ে।
অবাক হয়ে শুধাই মা'কে,
বলো না মা,কখন এলে,
কখন থেকে খুঁজছি তোমায়,
চাঁদ কে তুমি কোথায় পেলে!
চাঁদ বলে আজ আমার কাছে,
রাস্তা কী তুই ভুলেই গেলি!
নাকি মা'কে বলতে গিয়ে,
মায়ের টানেই চলে এলি!
তাই শুনে মা আদর করে,
বুকের কাছে টানলো মোরে;
মাথার উপর হাতটা চাঁদের,
ভালোবাসা পড়ছে ঝরে!
অবাক করা ভালোবাসায়,
পড়ছে আমার অশ্রু ঝরে;
অশ্রুসিক্ত শরীর আমায়,
জানায় আমি স্বপ্ন ঘোরে!