মন টা আমার মেঘের মতন
বেড়ায় উড়ে আকাশ জুড়ে,
কখনও যে সে বৃষ্টি ঝরায়
কখনো শুধুই নৃত্য করে।
ভারী হলেই মনটা আমার
ভারের বলেই পড়ে নুয়ে,
মন মেঘ হয় বাদল ভরা
ঝরে পড়ে অশ্রু হয়ে!
অশ্রু যখন বয় গো ঝরে
হৃদয় ভেজে পুণ্য জলে,
সিক্ত হৃদয় নতুন করে
প্রাণ ফিরে পায় আশার বলে!
নতুন প্রাণের আলোয় আকাশ
নতুন ছটায় যায় যে ভরে,
ফিরে দেখি মনমেঘ মোর
বেড়ায় উড়ে নৃত্য করে!
এমন ভাবেই বইছি এ মন
ধৌত করি অশ্রু ধারায়,
নতুন করে পাই যে তারে
নতুন দিনের আলোর ছটায়!
@@@@@@@@@@@@@@@@@