অমন করে খুঁজছো কী গো
পুরানো দিনের টান?
না খুঁজো না,আর পাবে না
সেতো কবেই হয়েছে ম্লান!
দিনগুলি সেই মনে করো যবে
কথায় ছিলো গো প্রাণ,
আজ আছে শুধু হিসেবি কথা
প্রাণের নাই কো ঘ্রাণ!
কথাগুলো সব ভদ্রতা বেশে
দেখায় রঙিন স্বপ্ন,
কৃত্রিম সব হাসিগুলো দেখে
হোয়ো নাকো আর মগ্ন!
তারই মাঝে কিছু সরল মানুষ
প্রাণখোলা মন নিয়ে,
বিশ্বাস করে সবজনে তারা
সরল হৃদয় দিয়ে!
কৃত্রিম স্বাদে ভেজা হাসি, কথা
ভোলায় তাদের মন,
ভোলা মনে তারা হাসিমুখে করে
সবায় আপনজন।
বারবার ঠকে তবু ভুলে যায়
ভুলে যায় নিজ ক্ষতি,
সরল ওরা, নিষ্পাপ মন,
বোঝে না যে রাজনীতি!
কাঁদায়ো না ঐ মানুষ গুলো কে
মেটাতে নিজের স্বার্থ,
আজ মিটলেও স্বার্থ তোমার,
কাল হবে তুমি ব্যর্থ!
কাঁদলে ওরা, কাঁদবে পৃথিবী,
ওরাই যে ভারসাম্য;
হলেও ওরা সংখ্যালঘু,
ওরাই ধরা'র কাম্য!
্ল্্ল্ল্্্ল্্ল্ল্্ল্্ল্ল্্্ল্্ল্ল্ল্্ল্ল্্্ল্্ল্ল্্ল্্ল্ল্্্ল্্ল্