আয় না বসে গল্প করি
ফোন টাকে আজ রাখ না তুলে,
মন টাকে দিই একটু খুশি,
রোজের দুঃখ যাই না ভুলে।
কী হবে আর কষ্ট গুলো,
জমিয়ে রেখে মনের মাঝে,
ওরা তো আর সুখ দেবে না
লাগবে শরীর ভাঙ্গার কাজে!
দুঃখ রোজই জন্ম নেবে,
করবে ওরা মনকে ভারী,
আয় না ভুলে দুঃখ গুলো,
মজার মজার গল্প করি!
যে গল্পে রঙ থাকবে,থাকবে তুলি,
থাকবে সবার জীবন আঁকা
হাঃহা করে হাসবো সবাই
দুঃখ গুলো হবেই ফাঁকা!
নিয়ে আসিস তাসগুলো সব,
দাবা টা কেও রাখিস সাথে
লুডো টাকেও ভুলিস না ভাই,
বসবো সেই ওই বটতলাতে!
আড্ডা দেবো জমিয়ে সেদিন
করবো রিনিউ জীবন টাকে,
ডোপামিনে ভরবে শরীর
কষ্ট দেবো দুঃখ টাকে!!
সামনের ঐ পুকুর টাতে
সবাই মিলে করবো স্নান,
ঝপাং ঝপাং করবো আওয়াজ
আনন্দে তে ভরবো প্রাণ!
সবাই মিলে রান্না করে
খাবো দাবো পেট টা ভরে,
বটতলাতে ই পড়বো শুয়ে
উঠবো জগা'র চা টা খেয়ে!!
সারাদিনের আনন্দ সব
মনের মাঝে রাখবো ধরে,
এবার সবাই ফিরবো বাড়ি
রোগ, দুঃখ থাকবে পড়ে!
দুঃখ যদি আঁধার দেখায়
খুশী সবায় দেখায় আলো,
আলোর খোঁজেই চলবো এবার
জীবন টাকে রাখবো ভালো!!
মূল্যবান এই জীবন টা তে
থাকবে কেন হাসির অভাব,
জীবন টাকে করতে খুশী
রইলো আমার এই "প্রস্তাব"!!!!