নয়ন তারায় খুঁজছি নয়ন
          বেলী ফুলে বেলি,
      মাধবীলতা য় পেলেম লতা
          মাধবী কোথায় গেলি?

          কৃষ্ণচূড়া কৃষ্ণ ছাড়াই
           দুলছে দেখো শাখে,
         অপরাজিতা যুদ্ধ ছাড়াই
           অপরাজিত ই থাকে।

          সূর্যমুখীর নামটা খাসা
             সূর্য মুখেই চায়,
         রজনীগন্ধা রজনী ছাড়াও
             গন্ধ ঢেলে ই যায়।

         সন্ধ্যামণি সন্ধ্যা তে নয়  
          দিনের বেলায় ফোটে,
      ‌   হাসনুহানা হাসির হানায়
            মনটাকে যে লোটে।

        পিওনি তে নেই কো পিওন
              বক ফুলে তে বক,
        নামের মধ্যে সত্যি খোঁজার
            আজব আমার সখ।


বেলি-পেট