শুভেচ্ছা তো সদাই থাকে,
    ‌   থাকে প্রতি পলে;
   আজকের টি বিশেষ জেনো,
        নতুন বছর বলে!

      চাঁদ, সূর্য, বদলাবে না,
          বদলে যাবে সন;
    বদলে গেছে এই ভাবাতেই,
           হয় যে খুশী মন!

      শুভেচ্ছা পাই সবার‌ কাছে,
             শুনি সবার স্বর;
       হঠাৎ ‌যেন মনটা তে পাই;
           বিশেষ নতুন জোর!

       চাই যে সবার দিনগুলি তে,
             ভরুক নতুন রঙ;
        নতুন বছর, ভাববো নতুন,
             এটাই ভাবার ঢঙ!

        সুস্থ থেকো তোমরা সবাই,
            মনটা তে থাক খুশী;
         সবাই যেন হাসতে পারি;
           ‌  সরল মনের হাসি!

       চাওয়া পাওয়ার হিসেব গুলি,
            থাক না তবে দূরে;
       হোক না ভালো নতুন বছর,
           ভালোবাসার জোরে!