দাঁড়িয়ে আছো যে প্রদীপ হাতে,
শিখা টি কে তার, জ্বেলে রেখো মনে;
আসলে সময়,জ্বালিয়ে আগুন
দিও পুড়িয়ে ওই দুষ্ট জনে।
আজ শুধু নয় ,বহুদিন ধরেই
চলেছে ওদের বর্বর নৃত্য,
ওরা জানে না,পরিণতি তার
তোমার চেতনা যদি হয় ক্ষিপ্ত।
অনেক সয়েছো,মেরেছো নিজেকে
ওরা বোঝে না কারুর ব্যাথা,
ওরা অন্ধ,ওরা উন্মাদ,ওরা হিংস্র
ওদের চোখে,মুখে নৃশংসতা।
আর দেরী নয়,অলসতা ছেড়ে
গড়ে তোলো সংগঠন,
এই প্রতিবাদের রুপে টেনে আনো
বাংলার পরিবর্তন।
বাংলার মুখ জ্বলজ্বলে ছিলো
ফিরাতে হবে যে তারে,
আর কতদিন তোমারই বাংলা
রইবে গো অন্ধকারে।
যেই বাংলার পরিচয়ে সেদিন
হয়েছিলে তুমি দীপ্ত,
জ্বালিয়ে সেথায় নতুন আলো
করো গো শান্ত চিত্ত।