জানি তুমি ''মা'' সব দিয়েছো
পাওনি কিছুই ফিরে,
স্মরিলে তাহা নয়ন যে মোর
অশ্রুতে যায় ভরে!
"মা"গো তুমি ভাবোনি কখনো
তোমার নিজের কথা,
সবার দুঃক্ষে কেঁদেছো তুমি
নিজেরে দিয়েছো ব্যাথা!
তোমার কোলেই পেয়েছি আমি
আমার মনের খোঁজ,
সবার তরে বেঁচেছো তুমি
নিজেরে মেরেছো রোজ!
যখন তুমি কিশোরী ছিলে
ভাবোনি এমন ভাবে,
"মা"হয়ে গেলে সবার জীবনই
তোমার জীবন হবে!
তাই "মা"তুমি ভিন্ন সবের
তুমি ঈশ্বরের দান,
করজোড়ে সবে প্রার্থনা করি
করো তারে সম্মান!
@@@@@@@@@@@@@@@