আমরা হ'লাম মধ্যবিত্ত,
সবেতেই সীমাবদ্ধ;
আমাদেরই কিছু জীবনকথা,
করিব হেথা আবদ্ধ।
আমাদের প্রতি পদে তেই ভয়,
পাছে লোকে কিছু কয়।
আমরা সমাজ দিয়ে ঘেরা,
ওটাই মোদের বেড়া।
আমাদের জীবন ঘিরেই স্বপ্ন,
যা টেনে আনে বহু প্রশ্ন!
না পারি মোরা নীচু হতে,
না পারি মোরা ছিনিয়ে নিতে;
আমরা নিজেদের ই শুধু মারি,
আমাদের আত্মসম্মান ভারী।
স্বপ্নগুলো কে প্রশ্রয় দিয়ে,
মাঝে মাঝে হই খুশী;
সময় বুঝে যাই গুটিয়ে,
ভাবি, ওটুকুই ছিল বেশি!
যতই মোদের হোক না কষ্ট,
আমরা সবকিছু যাই সয়ে;
প্রশ্ন করার পাই না সাহস,
যদি মানটুকু যায় ক্ষয়ে!
মনের মাঝেই একটু কেঁদে,
সবার মাঝে হেসে;
মধ্যবিত্ত হয়ে সমাজে,
রই ভদ্র পরিবেশে!
উদাস হই বা উল্লসিত,
ভুলিব না এ সত্য;
মানাতে হবে সবার সাথে,
আমরা যে মধ্যবিত্ত!!
্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্্্য্্য্য্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্্্য্্য্য