ছোট্ট ওই চারাগাছ গুলি
হাতছানি দিয়ে বলে;
দাও না মোদেরও একটু সময়,
খুশী মোরা কিছুটা পলে!
বসো না মোদের পাশটিতে এসে,
প্রাণ খুলে কথা বলো;
দুলে দুলে মোরা শুনিব তোমারে
আমাদেরও লাগিবে ভালো!
সুখ, দুঃখ যাই রয় মনে
দাও না উজাড় করে;
তোমার সুখেতে খেলিব দুলিয়া,
দুখেতে পড়িব ঝরে!
দুঃখ কোরো না ঝরে যদি যাই,
মোরা তো আসিব ফিরে;
জানিবো যে মোরা জীবন মোদের,
তোমারে রয়েছে ঘিরে!
মোদের সবুজ রঙ যেন তোমার
মনকে সবুজ করে;
নিজেরে কখনো একলা ভেবোনা,
মোরা যে তোমারই তরে!
থেকো গো মোদের বন্ধু হয়ে ,
ভালোবেসে কিছু বোলো;
হালকা হাতে ছুঁয়ে দেখো প্রিয়
দিনটি কাটিবে ভালো!